গাজীপুরের কোনাবাড়ির বাইমালে ঘরের ভেতর দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক নারী নিহত হয়েছেন এবং তার স্বামী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (১৫ নভেম্বর) ভোরে নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ জানান, “প্রথমে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্বামী এমরানের পালস রয়েছে। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে তার অবস্থাও আশঙ্কাজনক।”
নিহত নারীর নাম রহিমা (৩৫) এবং আহত এমরান (৪০)। এমরান ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতৈল গ্রামের সুরুজ আলী ও সুলেহা খাতুনের ছেলে। তাদের ১৬ বছর বয়সী এক মেয়ে আছে—নাম শারমিন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরের দিকে ফ্ল্যাটের ভেতরে স্বামী-স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। পরে পুলিশ রহিমার মরদেহ উদ্ধার করে এবং এমরানকে হাসপাতালে নেয়।
এ হত্যাকাণ্ড কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। রহিমার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

