AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পূজা নিয়ে পাশের দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব ছড়াতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৭ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

পূজা নিয়ে পাশের দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব ছড়াতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টদের সহযোগীরা আসন্ন সময়ে গুজব সৃষ্টির চেষ্টা করবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, এ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। তবে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিস্টদের মদদপুষ্ট মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে। তাই সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সারাদেশে পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর এক লাখ সদস্য, পুলিশের ৭০ হাজার সদস্য ও ৪৩০ প্লাটুন মোতায়েন থাকবে। বিজিবি ও অন্যান্য বাহিনীও নিরাপত্তায় অংশ নেবে। এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও সতর্ক করে বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ যদি গুজব বা সাম্প্রদায়িক উসকানি ছড়ায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরকালে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের কথা উল্লেখ করেছেন। নির্বাচন ঘিরে মন্ত্রণালয় ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।

এ সময় তিনি বলেন, খাগড়াছড়ির সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!