AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে নির্বাচন আটকানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৪:০১ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে নির্বাচন আটকানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লে. কর্ণেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “জনগণ যখন নির্বাচনমুখী হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে, তখন কেউ আর নির্বাচন আটকে রাখতে পারবে না।”

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে পুলিশের পাশাপাশি প্রায় এক লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি, তা নির্বাচন শুরুর আগেই জব্দ করা হবে।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানিমূলক ও মিথ্যা সংবাদ ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে দেশের গণমাধ্যমকে মিথ্যা প্রচারের বিরুদ্ধে সত্য প্রকাশে সচেষ্ট হওয়ার অনুরোধ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!