AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্যারিসের মেয়রকে ড. ইউনূস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫১ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্যারিসের মেয়রকে ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগোচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা কেবল একটি ভোট নয়, বরং দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার, ক্রীড়া ও অলিম্পিক-ভিত্তিক সামাজিক ব্যবসার সুযোগ এবং বৈশ্বিক মানবিক সংকট বিশেষ করে রোহিঙ্গা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ড. ইউনূস বলেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে ভিত্তিমূলক একটি ঘটনা, যা গণতন্ত্রকে দৃঢ় করবে। তিনি আরও উল্লেখ করেন, প্যারিস ২০২৪ অলিম্পিকে সামাজিক ব্যবসার ধারণা প্রয়োগ হয়েছে এবং ভবিষ্যতের অলিম্পিক—বিশেষত লস অ্যাঞ্জেলেস আসর—কার্বন নিরপেক্ষ করার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।

মেয়র হিদালগো এ সময় ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, “আপনার নেতৃত্ব মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত।” তিনি রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিল বাড়ানোর তাগিদ দেন এবং আশা প্রকাশ করেন যে একদিন তারা মর্যাদাসহ নিজ দেশে ফিরতে পারবেন।

ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার লক্ষ্য বৈশ্বিক মনোযোগ আকর্ষণ ও স্থায়ী সমাধান খোঁজা।

তিনি মেয়র হিদালগোকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান, যা দুই দেশের মানবিক ও সামাজিক ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার করবে। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!