AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ও প্রতিনিধিদলের নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৯ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ও প্রতিনিধিদলের নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর নিউইয়র্কে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এতে অভিযোগ করা হয়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থকরাই এই হামলার সঙ্গে যুক্ত।

সরকারের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আগেই পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক পদক্ষেপ নিয়েছিল। তবে ভিসা-সংক্রান্ত জটিলতায় পরিকল্পিত ভিভিআইপি রুট ব্যবহার করা সম্ভব হয়নি, ফলে প্রতিনিধিদল অনাকাঙ্ক্ষিত ঝুঁকির মুখে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ ভিভিআইপি প্রবেশাধিকার না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়।

ঘটনার পর নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। তদন্ত কার্যক্রম চলছে। এ ছাড়া এখন থেকে প্রধান উপদেষ্টা ও প্রতিনিধিদলের নিরাপত্তা ব্যবস্থায় মার্কিন ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী যুক্ত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে বা বিদেশে কোনো রাজনৈতিক সহিংসতা কিংবা ভয়-ভীতি প্রদর্শনের ঘটনা সহ্য করা হবে না। গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় প্রয়োজনীয় সব আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!