AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৪:৪৩ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. ছাবের হোসেন। তিনি বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাকটেরিয়াজনিত রোগ, যা নিরাপদ পানি ও খাদ্যাভ্যাসের অভাবে ছড়িয়ে পড়ে। পার্বত্য অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসিয়া জাহান বর্ষা, জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত এবং জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ জেলার বিভিন্ন সিনিয়র সাংবাদিকবৃন্দ।

বক্তারা ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বলেন, জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, টিকাদান কেন্দ্র স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ক্যাম্পেইনের সময়সূচি, টিকার নিরাপত্তা, পার্শ্বপ্রতিক্রিয়া এবং টিকাদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। তারা গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন যাতে তথ্য সঠিকভাবে জনগণের কাছে পৌঁছায় এবং অংশগ্রহণে উৎসাহ সৃষ্টি হয়।

উল্লেখ্য, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ আগামী মাস থেকে জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে শুরু হবে। স্বাস্থ্য বিভাগ আশা করছেন, গণমাধ্যমের সক্রিয় ভূমিকা এই উদ্যোগকে সফল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

একুশে সংবাদ/খা.প্র/এ.জে

Link copied!