কোটচাঁদপুরে দুই ঔষধ ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালিত হয়। এ সময় উক্ত ফার্মেসীর মালিকদের ঔষধ ও কসমেটিকস আইনে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জানা যায়, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বুধবার কোটচাঁদপুরের দুই ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডের শ্যাম সুন্দর বিশ্বাসকে ৫০০ টাকা এবং সাবদারপুর বাজারের শফিকুল ইসলামকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে