AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতিসংঘ সদর দপ্তরে জ্যেষ্ঠ বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:২৭ এএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘ সদর দপ্তরে জ্যেষ্ঠ বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার  বৈঠক

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেস উইংয়ের তথ্যমতে, ড. ইউনূসের বৈঠক হয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানি মাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুস, চিলির সাবেক প্রেসিডেন্ট, প্যারিসের মেয়র অ্যান হিদালগো এবং উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।

May be an image of 2 people

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, সংস্কার কার্যক্রম এবং প্রবাসী সম্প্রদায়ের ভূমিকা উঠে আসে। ড. ইউনূস নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতির প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আলবানিজ বাংলাদেশি প্রবাসীদের অবদান বিশেষভাবে উল্লেখ করেন এবং ভাষা শহীদ দিবস উপলক্ষে নিজের অভিজ্ঞতা স্মরণ করেন।

নেদারল্যান্ডসের রানি মাক্সিমার সঙ্গে আলোচনায় অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, স্বাস্থ্যবীমা সম্প্রসারণ এবং আর্থিক উদ্ভাবন নিয়ে মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাচ রাজকুমারী ক্যাথারিনা-আমালিয়াও। ড. ইউনূস বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি উল্লেখ করেন, সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে উৎপাদিত টিকা সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়া সম্ভব।

প্যারিসের মেয়র অ্যান হিদালগো ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠকেও বৈশ্বিক অগ্রাধিকারমূলক ইস্যু ও স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!