AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫১ এএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক

গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিস সদস্যদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এসআই জাচক ঢাকায় এসেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। সেখানে রাত সাড়ে ১১টায় হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন এবং আহতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের আগে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন। পরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে আহত ফায়ার ফাইটারদের সেবা-চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগেও মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক দলের অংশ ছিলেন ডা. এসআই জাচক।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!