চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ ও অর্থপাচার সংক্রান্ত ২৩ বস্তা রেকর্ডপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপ-পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপ ও তার ব্যক্তিগত দেশি-বিদেশি সম্পদের নথি লুকিয়ে রাখার চেষ্টা করা হয়। তার স্ত্রী রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস তালুকদার নিজ বাড়িতে এসব রেকর্ড গচ্ছিত রাখেন—এমন তথ্যের ভিত্তিতেই স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে অভিযান চালানো হয়।
প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে চৌধুরী পরিবারের ৫৮২টি সম্পদের তথ্য মিললেও এবার নতুন করে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ড মিলেছে। এছাড়া দেশে-বিদেশে কেনা বাড়ি, ভাড়ার আয়, রক্ষণাবেক্ষণ খরচসহ নানা আর্থিক তথ্য ও কাগজপত্রও উদ্ধার করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, উদ্ধার করা নথিপত্রে বৈদেশিক মুদ্রা পাচার ও মানিলন্ডারিংয়ের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তিনি বলেন, “২৩ বস্তা ডকুমেন্টস খুঁটিয়ে বিশ্লেষণ করা হবে এবং পর্যায়ক্রমে দুর্নীতি দমন কমিশনের কাছে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হবে।”
একুশে সংবাদ//র.ন