AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০:৫৪ এএম, ১ নভেম্বর, ২০২৫

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (১ নভেম্বর) থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। মোবাইল অপারেটরগুলো আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার কাজ শুরু করছে।

বিটিআরসি জানায়, ৩০ অক্টোবরের পর থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সংস্থাটি গত জুলাইয়ে জানিয়েছিল, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। এর আগে একজন নাগরিকের নামে সর্বোচ্চ ১৫টি সিম সক্রিয় রাখার অনুমতি ছিল।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, “১ নভেম্বর থেকে অপারেটররা অতিরিক্ত সিম বন্ধের কাজ শুরু করবে। ডিসেম্বরের মধ্যে আমরা নিশ্চিত করব, কোনো এনআইডিতে ১০টির বেশি সিম সক্রিয় না থাকে।”

২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ হলেও প্রকৃত ব্যবহারকারী মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশ গ্রাহকের নামে ৫টির কম সিম, ১৬ শতাংশের নামে ৬ থেকে ১০টি, আর ৩ শতাংশ ব্যবহারকারীর নামে ১০টির বেশি সিম রয়েছে।

বিটিআরসি বলছে, সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা ও প্রতারণা রোধের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাহকরা অনলাইনে বা *১৬০০২# ডায়াল করে তাদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে পারবেন।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সিম বন্ধের ক্ষেত্রে ‘দৈবচয়ন’ (র‌্যান্ডম) পদ্ধতি অনুসরণ করা হবে। ফলে কিছু গ্রাহকের গুরুত্বপূর্ণ সিমও বন্ধ হয়ে যেতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!