অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই অনুষ্ঠিত হবে। এটি সরকারের একটি অঙ্গীকার। তিনি আশ্বাস দেন, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সব ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, “নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা এটিকে একটি ফাউন্ডেশনাল ইলেকশন হিসেবে অভিহিত করেছেন। এটি শুধু সামনের জাতীয় নির্বাচন নয়, সামগ্রিকভাবে দেশের রাজনীতিকে নতুন দিকনির্দেশনা দেবে। তাই ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজন আমাদের অঙ্গীকার।”
এ সময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, রেলওয়ে প্রকৌশলী ফয়জুল করিম খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

