কাতারে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক আগ্রাসনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কাতারের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।
বাংলাদেশ সরকার জানিয়েছে, এই অবৈধ ও অযৌক্তিক হামলার মুখে তারা কাতারের সরকার ও জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে। ঘটনাটি আবারও প্রমাণ করছে যে, ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তি বিনষ্ট করছে এবং প্রতিষ্ঠিত বৈশ্বিক বিধি-বিধান অমান্য করছে। ফলে শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।
সবশেষে, আন্তর্জাতিক সম্প্রদায়কে— বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে— যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এতে দোষীদের জবাবদিহির আওতায় আনা ও আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।
একুশে সংবাদ/এ.জে