ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে আটক করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার ভিত্তিতে শফিকুল ইসলামকে আটক করা হয়েছে এবং দিনের মধ্যেই তাকে আদালতে হাজির করা হবে।
সূত্র জানায়, যে মামলায় সম্প্রতি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী কারাগারে পাঠানো হয়, সেই একই মামলায় এবার গ্রেপ্তার করা হলো শফিকুল ইসলামকে।
ডিএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় শফিকুল ইসলামসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাতজন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ আগস্ট রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী বক্তব্য দেন এবং সেখানে আওয়ামী লীগবিরোধী স্লোগান ওঠে। ওই বৈঠকে ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করে।
উল্লেখ্য, শফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব এবং ২০১৫ সালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে