আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আলীকদম বাজার চৌধুরী আবু বক্করের অপসারণ এবং বাজারের সুষ্ঠু ময়লা নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবিতে আলীকদম বাজারে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও প্লট মালিকরা। বাজারের প্রথম গলিতে অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েক শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বর্তমান বাজার চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, চৌধুরী হিসেবে তাঁর কোনো নির্দিষ্ট অফিস নেই এবং তাঁর নিজের কোনো বৈধ ব্যবসা প্রতিষ্ঠান বা প্লটও নেই। বাজারের দীর্ঘদিনের ময়লা নিষ্কাশন সমস্যার প্রতি তার উদাসীনতার কারণে ব্যবসায়ীরা বারবার হয়রানি ও বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন বলেও তারা দাবি করেন। বক্তাদের মধ্যে ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য সাহাব উদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী ও মালিকরা।
মানববন্ধন থেকে বাজার ব্যবসায়ীরা তাদের সুনির্দিষ্ট কিছু দাবি পেশ করেন। তারমধ্যে উল্লেখযোগ্য হল বর্তমান দুর্নীতিগ্রস্ত ও দায়িত্বহীন বাজার চৌধুরীকে অবিলম্বে অপসারণ, স্থানীয় ব্যবসায়ী, প্লট মালিক ও বাজার সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি স্বচ্ছ কমিটি গঠন করে নতুন বাজার চৌধুরী নিয়োগ,
বাজারে স্থায়ীভাবে ময়লা ফেলার জন্য একটি নির্দিষ্ট খাস জমি বরাদ্দ, সরকারি সুইপারদের কাজে প্রয়োজনীয় সরঞ্জাম ও তদারকি করা।
ব্যবসায়ীরা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। পাশাপাশি বাজারের খাজনা প্রদান থেকে বিরত থাকবেন।
একুশে সংবাদ/ সাএ