বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের পক্ষ থেকে জুড়ী উপজেলার কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর মতিঝিল বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন বাবু, নিজাম উদ্দিন, জুড়ী উপজেলার বিএনপি নেতা ইলিয়াছুর রহমান ময়না, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোস্তাক আহমেদ, মফিজ উদ্দিন।
সহকারী শিক্ষক লোকেস চন্দ্র বিশ্বাসে সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক লুৎফর রহমান।
একুশে সংবাদ/ সাএ