মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২.৩০ ঘটিকায় লৌহজং উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন।
লৌহজং উপজেলা সহকারীলৌহজংয়ে ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান নির্বাচন অফিসার মো. জুয়েল এর সঞ্চালনায় এই প্রতিযোগিতার বিচারকের দ্বায়িত্ব পালন করেন মাহফুজা ইসলাম কেয়া ও প্রিন্সেস হাফেজা জামাল হেলালী। তাদের সহযোগিতা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান। এছাড়াও সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার ও সিএ রেজাউল করিম।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. মাহমুদুর রহমান খন্দকার, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল ইমরান, লৌহজং সরকারী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ মো. সাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ মর্তুজা আহসান, হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস হেলাল, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, ব্রাক্ষনগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন খসরু, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালগন,যশলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন সাংবাদিক রুবেল ইসলাম তাহমিদ, মিজানুর রহমান ঝিলু, শওকত হোসেন, শহীদ সুরুজ,রাকিব হোসেন শান্ত, সোহেল রানা, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক যাচাই বাছাই শেষে ফাইনাল রাউন্ডে ৪ টি গ্রুপে ৮ টি দল আজকের প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। চেম্পিয়ান হওয়া ৪ টি দল হলো ডি গ্রুপ থেকে দক্ষিন মেদিনীমন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সি গ্রুপ থেকে দিঘলী সরকারী প্রাথম বিদ্যালয়, বি গ্রুপ থেকে হলদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়, এ গ্রুপ থেকে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়।
চেম্পিয়ান দলের প্রতিজনকে ৫ হাজার টাকা করে প্রাইজবন্ড, রানারআপ দলের প্রতিজনকে ৪ হাজার টাকা করে প্রাইজবন্ড, ট্রফি ও সনদপত্র এবং কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণকারী প্রতি শিক্ষার্থীদের ১ হাজার টাকা করে প্রাইজবন্ড পুরস্কার হিসাবে প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। একইসঙ্গে আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় এগিয়ে যেতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
এই প্রতিযোগিতার আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা তৈরি করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার সমৃদ্ধকরণ এবং সঠিক উচ্চারণে পারদর্শী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন, “শিক্ষার্থীরা শুধু আজকের দিনেই নয়, আগামীর বাংলাদেশ গড়ার কাণ্ডারী। তাদের মানসম্মত শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত এই প্রতিযোগিতার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। একইসঙ্গে আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় এগিয়ে যেতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন। স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
একুশে সংবাদ/ সাএ