AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫০ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচনকে সরাসরি জাতীয় নির্বাচনের সঙ্গে এক করার সুযোগ নেই, তবে এটি ভবিষ্যতের জাতীয় নির্বাচনের জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ভোটগ্রহণ নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে—এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের কাছে পাল্টাপাল্টি অভিযোগ আসেনি। গতকালও এ নিয়ে আলোচনা করেছি। উপাচার্য মহোদয় জানিয়েছেন, তারা যথাযথ প্রস্তুতি নিয়েছেন। আজ সকালেও গণমাধ্যমে দেখেছি, ভোট শান্তিপূর্ণভাবে চলছে।”

জাতীয় নির্বাচনের আগে ডাকসু ও জাকসু নির্বাচন কি পরীক্ষামূলক ভূমিকা রাখছে জানতে চাইলে তিনি বলেন, “জাতীয় নির্বাচনের পরিবেশ এরকম হবে না। ডাকসুতে যারা ভোট দিচ্ছেন তারা সবাই শিক্ষিত সমাজের অংশ। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার সবাই উচ্চশিক্ষিত। তবে এটা অবশ্যই একটি মডেল হিসেবে বিবেচিত হবে।”

তিনি আরও বলেন, “অনেক বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। আল্লাহর রহমতে আশা করছি, এটি সুন্দরভাবে সম্পন্ন হবে। আমার দেখা রিপোর্ট অনুযায়ী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।”

সভা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!