ঢাকার শাহবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
পুলিশ জানিয়েছে, গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে শাহবাগ থানার মামলায় শহীদ খানকে ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুসারে, ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করে, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার কথা বললেও পরে এর কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে। ২৮ আগস্ট সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। ওই সময় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য রাখছিলেন এবং তাকে সেখান থেকে পুলিশ হেফাজতে নেয়।
অভিযোগে বলা হয়, ওই বৈঠকে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল এবং “আওয়ামী ফ্যাসিস্ট” স্লোগান দেওয়া হয়। উপস্থিত ব্যক্তিরা দেশের স্থিতিশীলতা নষ্ট করে সরকার উৎখাতের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ঘটনায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে পুলিশ হেফাজতে নেয় এবং ২৯ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাদের আদালতে হাজির করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিক ও পেশাজীবীসহ একাধিক ব্যক্তি।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে