বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদে উন্নীত করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএসের ৩৪তম, ৩৫তম ও ৩৬তম ব্যাচের কর্মকর্তা ছাড়াও বিভাগীয় কোটায় উন্নীত কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
জনস্বার্থে জারিকৃত এ পদোন্নতির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে