AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই : আইএসপিআর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৭ এএম, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই : আইএসপিআর

দীর্ঘ ৫ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে নানা গুজবের প্রেক্ষাপটে সেনাবাহিনী জানিয়ে দিয়েছে, নির্বাচনে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, “বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিতব্য ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণের প্রশ্নই আসে না— বিশেষ করে ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপ নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।”

সেনাবাহিনী জানায়, এর আগেও আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে স্পষ্ট করা হয়েছে। তারপরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে, যা নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেটিই সেনাবাহিনীর প্রত্যাশা। পাশাপাশি, এই নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচনের জন্য গণতান্ত্রিক অনুশীলনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়।

শেষে প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনীর শুভকামনা জানানো হয়।

 

একুশে সংবাদ/কা.বে/এ.জে

Link copied!