AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারাদেশে ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে : ইসি আনোয়ারুল ইসলাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০০ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশে ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে : ইসি আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত সারাদেশে ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো ধরনের অনিশ্চয়তা নেই। নির্বাচনকে ঘিরে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির কোনো তথ্য আসেনি। সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রেখে যৌক্তিক দিক বিবেচনা করেই সীমানা নির্ধারণে গেজেট প্রকাশ করা হয়েছে।”

তিনি আরও ব্যাখ্যা করেন, ভোটার সংখ্যা, জনসংখ্যার অনুপাত, ভৌগোলিক অখণ্ডতা এবং প্রশাসনিক কাঠামো—এসব বিষয় বিবেচনায় নিয়েই জেলা পর্যায়ে সীমানা চূড়ান্ত করা হয়েছে। তবে সব জায়গায় সমানভাবে তা করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

“ভোট আদৌ হবে কি না”—এমন প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, “এই প্রশ্ন আমাকেও অনেকেই করেন। ভোট হবেই, সে কারণেই আমরা নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেছি।”

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, প্রক্রিয়ার বেশিরভাগ রিপোর্ট কমিশনের হাতে পৌঁছেছে। এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে নিবন্ধনের শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগ থাকবে।

সংবিধান ও আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আরপিও সংশোধনী খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হবে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে সেটি সমন্বয় করা হবে।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!