পাকিস্তানভিত্তিক একটি জঙ্গি সংগঠনের নামে হুমকি বার্তার পর মুম্বাইজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে পাঠানো ওই বার্তায় দাবি করা হয়—শহরের বিভিন্ন স্থানে ৩৪টি গাড়িতে মানববোমা বসানো হয়েছে এবং প্রায় ৪০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হবে। একইসঙ্গে উল্লেখ করা হয়, ইতোমধ্যে ১৪ জন পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশ করেছে।
মুম্বাই পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিটি তথ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে এবং শহরসহ গোটা মহারাষ্ট্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাগরিকদের গুজবে কান না দিয়ে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে শনিবার (অনন্ত চতুর্দশী) গণেশ বিসর্জন উপলক্ষে লাখো ভক্ত মিছিল ও পূজামণ্ডপে অংশ নেবেন। এ কারণেই আগে থেকেই বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছিল। নতুন হুমকির কারণে ব্যবস্থা আরও শক্ত করা হয়েছে।
একুশে সংবাদ/কা.বে/এ.জে