অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা সমাধান করা হবে। প্রয়োজন হলে তাকে প্রয়োজনীয় পাসপোর্ট বা অন্যান্য ট্রাভেল ডকুমেন্ট প্রদান করা হবে।
তিনি আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে দেওয়া উত্তরে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সব মামলা নিষ্পত্তি হয়েছে। তাকে দেশে ফেরানোর কোনো উদ্যোগ বা প্রক্রিয়া রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তারেক রহমান কখন দেশে ফিরবেন তা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্তের বিষয়। উনি দেশের নাগরিক এবং ইচ্ছা করলে যে কোনো সময় ফিরতে পারেন। তবে ফিরতে গেলে ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটি সমাধান করা হবে, কিন্তু আসার সময়সূচি নির্ধারণ করতে হবে তার নিজেই।
পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। যদি আবেদন করেও থাকেন, তা এখনও তার কাছে পৌঁছায়নি। যখন তিনি দেশে আসবেন, তখন প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট প্রদান করা হবে।
সাংবাদিকরা জানতে চাইলে যে, সরকার নিজের উদ্যোগে কোনো পদক্ষেপ নেবে কি না, তৌহিদ হোসেন বলেন, মনে হচ্ছে সেটার প্রয়োজন নেই। অন্য কথায়, আমরা বলব না উনি কেন আসবেন না। তিনি যখন আসার ইচ্ছা প্রকাশ করবেন, তখন তার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

