মানবতাবিরোধী অপরাধে চার্জশিটভুক্ত কোনো ব্যক্তি ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং সরকারি কোনো পদেও থাকতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, “অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৯৭-এ নতুন ধারা ২০সি সংযোজন করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে চার্জশিটভুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা পদে বহাল থাকার যোগ্য হবেন না।”
তিনি আরও জানান, একই বিধান অনুযায়ী চার্জশিটভুক্তরা স্থানীয় সরকার পরিষদের সদস্য, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবেও নির্বাচিত হতে পারবেন না। পাশাপাশি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ বা অন্য কোনো সরকারি দায়িত্বেও তারা অযোগ্য হবেন।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে