আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় তানোর পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের শিতলীপাড়া গ্রামে এই নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, জেলা জামায়াত ও ওলামাদলের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর পৌরসভার আমির মাওলানা মকসেদ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সুরা ও পৌর কর্মপরিষদের সদস্য এসএম মিজানুর রহমান মিজান, আবুল কালাম আজাদ, ৪নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান তুহিনসহ উপজেলা জামায়াতে ইসলামীর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

