সাতক্ষীরা খুলনা-মহাসড়কের বিনেরপোতা এলাকায় অনিবন্ধিত মোটরসাইকেলের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা হয়েছে।
সোমবার ( ১৭ই নভেম্বর) এ মোবাইল কার্যক্রম পরিচালনা করা হয়।
মোবাইল কোট কার্যক্রমের নেতৃত্ব প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। দূর দূরান্ত থেকে আসা অনিবন্ধিত মোটরসাইকেলগুলো জব্দ ও জরিমানা করা হয়।
এ সময় একুশের সংবাদ. কম কে সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরা শহরে ইতিমধ্যে অনিবন্ধিত যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে যার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আমাদের এ কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এনআই



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

