২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, যথাসময়ে নির্বাচন আয়োজন সরকারের দৃঢ় অঙ্গীকার। নির্বাচন বানচাল বা বিলম্বিত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। জনগণের ইচ্ছার কাছে কোনো অশুভ শক্তি টিকতে পারবে না বলেও উল্লেখ করা হয়।
অন্তর্বর্তী সরকার সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জানায়, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে এক হয়ে এই অর্জন রক্ষা করতে হবে।
একই বিবৃতিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। এতে বলা হয়, নুরের ওপর হামলা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার ওপর নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকেও আঘাত করেছে।
ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকার জানায়, প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, দোষীরা শাস্তি এড়াতে পারবে না। ইতোমধ্যে নুরুল হক নুর ও আহতদের চিকিৎসায় বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রীয় খরচে করা হবে বলেও জানানো হয়।
একুশে সংবাদ/চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

