AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাজ্য


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩২ পিএম, ২৯ আগস্ট, ২০২৫

১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাজ্য

অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাজ্য সরকার ১৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় আসেন।

কূটনৈতিক সূত্রে জানা যায়, ফ্লাইট HFM851 লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় ছাড়ে। ইসলামাবাদ হয়ে এটি শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী হলেও কারও পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ ছিল। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারীও রয়েছেন।

তালিকা অনুযায়ী, তারা মূলত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা। নথি ঘেঁটে দেখা গেছে, তাদের মধ্যে অন্তত ছয়জনের কোনো পেশা উল্লেখ ছিল না। অন্যরা কেউ শিক্ষার্থী ছিলেন, আবার কেউ রেস্তোরাঁয় কাজ করতেন।

সম্প্রতি যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে। বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করেই এই ফেরত পাঠানোর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনেক বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাজ্যে থেকে যান। দেশটির অভিবাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর ফেরত পাঠানো সেই প্রক্রিয়ার অংশ।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!