নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন করেছে। কমিশন সূত্রে জানা গেছে, খসড়া রোডম্যাপ আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
ইসি জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে। প্রথমে সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে, পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে।
সংসদীয় সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানির শেষ দিনেও কার্যক্রম চলমান। পাবনা-১ আসন গঠনের ক্ষেত্রে স্থানীয় বিভিন্ন দাবি উঠে আসে। সিরাজগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৬ এর বাসিন্দারা আসন পুনর্বহালের দাবি করেছেন। এছাড়া কুড়িগ্রাম-৪ আসনের বাসিন্দারা চিলমারী ইউনিয়নগুলো কুড়িগ্রাম-৩ আসনের সঙ্গে যুক্ত করার আবেদন জানিয়েছেন।
দাবি ও আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন। উল্লেখ্য, ৩০ জুলাই ইসি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য সংসদীয় আসনের খসড়া সীমানা আগেই প্রকাশ করেছিল।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

