AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতিসংঘে একই দিনে ভাষণ দিতে পারেন ইউনূস, মোদি ও শেহবাজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৪ পিএম, ২৫ আগস্ট, ২০২৫

জাতিসংঘে একই দিনে ভাষণ দিতে পারেন ইউনূস, মোদি ও শেহবাজ

চলতি বছরের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একই দিনে ভাষণ দিতে পারেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের উচ্চ-পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর। প্রাথমিক সূচী অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। একই দিনে পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধি দলের নেতার ভাষণও হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল জাতিসংঘে অংশ নেবে, যাতে থাকবেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তারিক ফাতেমি।

বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর জোর দেবেন, আর পাকিস্তান কাশ্মীর ও আঞ্চলিক শান্তিকে প্রধান বিষয় হিসেবে তুলে ধরবে।

অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: “একসাথে ভালো: শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের পথে ৮০ বছর ও আরও বেশি সময়।”

প্রাথমিক সূচী অনুযায়ী ২৪ সেপ্টেম্বর জলবায়ু সংক্রান্ত বিশেষ অধিবেশন, এবং ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র পুরোপুরি বিলুপ্তি দিবস উপলক্ষে উচ্চ-পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!