AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারীপুরে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করল ছেলে


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
০১:২১ পিএম, ১০ নভেম্বর, ২০২৫

মাদারীপুরে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করল ছেলে

মাদারীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতি মিয়া (৫৫) চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়োহাটি এলাকার বাসিন্দা। ছেলে ফারুক মিয়া ও তার বাবা মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি এলাকায় কৃষাণ হিসেবে মানুষের জমিতে কাজ করতেন এবং ভাড়া বাসায় বসবাস করতেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে রাতে বাবা ঘুমিয়ে পড়লে ছেলে ফারুক কোদাল দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুককে আটক করে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, পুত্রবধূর সঙ্গে শ্বশুরের অনৈতিক সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকে ফারুক কয়েকদিন ধরে হত্যার পরিকল্পনা করে আসছিল। পরে সুযোগ পেয়ে রাতে কোদাল দিয়ে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটিও জব্দ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!