নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভার অন্তর্গত বাদে আঠারবাড়ী গ্রামে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন রাব্বি হাসান অনিক (১৮) নামে এক কলেজ ছাত্র।
নিহত রাব্বি ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাব্বির মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরে তিনি নতুন মোবাইল ফোন কেনার জন্য বাবা-মায়ের কাছে অনুরোধ করেন। কিন্তু তা না পেয়ে অভিমান করে শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে নিজ বাড়িতে কীটনাশক পান করেন রাব্বি।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
রাব্বির সহপাঠী মো. সাইম বলেন, “কিছুদিন আগে প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষ করে রাব্বি গ্রামের বাড়িতে আসে। সে খুব ভালো ও হাসিখুশি স্বভাবের ছেলে ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “বাবা-মায়ের সঙ্গে অভিমান করে কীটনাশক পানে কলেজছাত্র রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

