স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যখন নির্বাচনের প্রতি মনোযোগী হয়ে উঠবে, তখন কোনো ধরনের ষড়যন্ত্রই সফল হবে না।শনিবার ( ২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়েছে। “যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, সেভাবেই নেওয়া হচ্ছে। আল্লাহ চাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না,” বলেন তিনি।
অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শুধু নির্বাচন উপলক্ষে নয়, দেশের নিরাপত্তার জন্য সব সময়ই অস্ত্র উদ্ধারের পদক্ষেপ চলছে। আজকেও অস্ত্র উদ্ধার হয়েছে, প্রতিদিনই হচ্ছে। আশা করছি নির্বাচনের আগে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ অস্ত্র জব্দ করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, অতীতে নির্বাচনের সময় বাইরের দেশ থেকে অস্ত্র প্রবেশের প্রবণতা দেখা গিয়েছিল। এবারও এ ধরনের চেষ্টা রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফেসবুকে ছড়ানো নানা ধরনের প্রোপাগান্ডা প্রসঙ্গে তিনি বলেন, “দেশ এখন স্বাধীন, সবাই মত প্রকাশ করতে পারছে। কে কোন কথা বলছে সেটা বড় বিষয় নয়। জনগণই আসল সিদ্ধান্ত নেবে। যখন জনগণ নির্বাচনের দিকে ঝুঁকবে, রাজনৈতিক দলগুলোও নির্বাচনের পথে আসবে। তখন কোনো বাধা কার্যকর হবে না।”
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের সীমান্ত পুরোপুরি নিরাপদ। বর্ডার এলাকায় জনগণও অত্যন্ত সচেতন। তারা সজাগ থাকায় নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে।”
একুশে সংবাদ/ঢ.প/এ.জে