AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৫ পিএম, ২০ আগস্ট, ২০২৫

অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

বিভিন্ন ক্যাডারের মোট ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে সরকার গঠিত পর্যালোচনা কমিটি। বুধবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেন কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

প্রতিবেদন অনুযায়ী, সুপারিশপ্রাপ্তদের মধ্যে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন কর্মকর্তা রয়েছেন। এরা সবাই ইতোমধ্যেই অবসরে গেছেন। উল্লেখ্য, কোনো সিদ্ধান্ত পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর হলে তাকে ‘ভূতাপেক্ষ’ বলা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে পদোন্নতিতে বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে এ সুপারিশ করা হয়। গত বছরের ১৬ সেপ্টেম্বর জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল।

কমিটি দুই ধাপে কাজ করে। প্রথম ধাপে উপসচিব থেকে সচিব পর্যায়ের কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে গত বছরের ১০ ডিসেম্বর একটি প্রতিবেদন দাখিল করে। এরপর দ্বিতীয় ধাপে প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করা হয়।

মোট ৩১৮টি আবেদন জমা পড়লেও এর মধ্যে ৬৮টি কমিটির আওতার বাইরে ছিল এবং ৪০টি আবেদন ছিল অসম্পূর্ণ। ফলে ২১০টি আবেদন যাচাই করে ৭৮ জন কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়। এর মধ্যে ৬ জনকে তিন ধাপ, ১৭ জনকে দুই ধাপ এবং ৫৫ জনকে এক ধাপ পদোন্নতির জন্য সুপারিশ করেছে কমিটি। তবে ১৩২ জন কর্মকর্তার আবেদন গৃহীত হয়নি।

প্রসঙ্গত, কমিটির প্রথম প্রতিবেদনের ভিত্তিতে ইতোমধ্যেই প্রশাসন ক্যাডারের উপসচিব থেকে সচিব পর্যায়ের ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!