প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা বিলম্বিত করার মতো কোনো শক্তি নেই। তাঁর ভাষায়, প্রধান উপদেষ্টা যেমন ঘোষণা দিয়েছেন, ঠিক তেমনভাবেই ভোট অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে মাগুরায় শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম আরও বলেন, দেশজুড়ে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতোমধ্যে কার্যক্রমে নেমেছে। বর্ষা শেষ হলেই গ্রাম থেকে শহর পর্যন্ত নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে, আর সেই গণতান্ত্রিক উৎসব সবার সামনে দৃশ্যমান হবে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
