AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তফসিলের আগেই এসপি ও ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০১ পিএম, ৬ আগস্ট, ২০২৫

তফসিলের আগেই এসপি ও ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের সব পুলিশ সুপার (এসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচনকেন্দ্রিক আইন-শৃঙ্খলা বিষয়ক এক প্রস্তুতিমূলক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম বলেন, "প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন। আমরা সেই ধারাবাহিকতায় আজ আলোচনা করেছি। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে যেসব লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, সেগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।"

তিনি বলেন, “নির্বাচনের সময় প্রার্থীদের অভিযোগ থাকে যে তারা নিজ আসনে পছন্দের এসপি বা ওসি চান। এবার এই ধারা ভাঙতে চায় সরকার। তাই গণমাধ্যমের সামনে স্বচ্ছভাবে লটারি পদ্ধতিতে এসপি ও ওসিদের বদলি করা হবে।”

ওসিদের ক্ষেত্রে বিভাগভিত্তিক লটারি হবে বলেও জানান তিনি। আর জেলা প্রশাসকদের (ডিসি) বদলি বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে—তবে আশা করা হচ্ছে, তারাও একই পদ্ধতি অনুসরণ করবে।

জাহাঙ্গীর আলম আরও বলেন, “তফসিল ঘোষণার কিছুদিন আগেই এই বদলির কার্যক্রম সম্পন্ন করা হবে। কারণ তফসিল ঘোষণার পর বদলির বিষয়টি নির্বাচন কমিশনের আওতায় চলে যায়। কমিশন চাইলে পরে এ বদলিতে পরিবর্তন আনতে পারবে।”

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!