বাংলাদেশ পুলিশের ৭৬ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), যাদের পদমর্যাদা ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পর্যায়ের, তাদের একযোগে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
এর আগে ২৫ ফেব্রুয়ারি জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের ৮২ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে ওএসডি হিসেবে ঘোষণা করা হয়। ওই তালিকায় ছিলেন একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, ৫০ জনের বেশি অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার।
নতুন আদেশ অনুযায়ী, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন রেঞ্জের ডিআইজি কার্যালয়, রাজশাহীর সারদা পুলিশ একাডেমি এবং পিটিসি (পুলিশ ট্রেনিং সেন্টার)-তে সংযুক্ত করা হয়েছে।
৭৬ কর্মকর্তার পদায়ন তালিকা দেখতে
একুশে সংবাদ/জা.নি/এ.জে