AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘পিটার হাসের সঙ্গে বৈঠক’ গুজব, কক্সবাজারে হঠাৎ এনসিপির শীর্ষ ছয় নেতা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪০ পিএম, ৫ আগস্ট, ২০২৫

‘পিটার হাসের সঙ্গে বৈঠক’ গুজব, কক্সবাজারে হঠাৎ এনসিপির শীর্ষ ছয় নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করছেন— এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। তবে এনসিপি পক্ষ থেকে এ ধরনের খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

বর্তমানে এনসিপি শীর্ষ ছয়জন নেতা  কক্সবাজারে  আছেন। তারা উখিয়ার মেরিন ড্রাইভের ইনানীতে অবস্থিত হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন বলে জানা গেছে।

কক্সবাজার বিমানবন্দরের এক দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির ছয়জন নেতা কক্সবাজারে পৌঁছান। তারা ভিআইপি সুবিধা না নিয়ে সাধারণ যাত্রীদের পথেই বিমানবন্দর ত্যাগ করেন।

নিরাপত্তাকর্মী সূত্রে যাদের নাম নিশ্চিত হওয়া গেছে, তারা হলেন: হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। অপর একজন নেতার নাম নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী বলেন, এনসিপির কয়েকজন নেতা ইনানীর হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন। তাদের সফরের উদ্দেশ্য ঘোরাফেরা বলেই এখন পর্যন্ত জানা গেছে।

এদিকে, বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, কক্সবাজারে অবস্থানকালে এনসিপি নেতারা ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। এ বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সময় সংবাদকে দুপুরে ফোনে বলেন, "এটি একটি ভিত্তিহীন গুজব। আমরা শুধু বিশ্রাম ও ঘুরতে এসেছি।"

প্রসঙ্গত, আজ (৫ আগস্ট) পালিত হচ্ছে ‍‍`জুলাই গণঅভ্যুত্থান দিবস‍‍`-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে ব্যাপক গণপ্রতিরোধ ও সংঘর্ষের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে চলে যান। পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যার অন্যতম প্রধান কর্মসূচি ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন।

ঘোষণা অনুযায়ী, আজ বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওই ঘোষণাপত্র পাঠ করবেন। এনসিপিও এ আয়োজনে আমন্ত্রিত রাজনৈতিক দলগুলোর একটি।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!