রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠান। শহীদদের স্মরণে আয়োজিত এই উৎসবের সূচনা হয় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে।
সকাল ১১টায় মূল আয়োজন শুরু হয়। শুরুতেই সাইমুম শিল্পীরা পরিবেশন করেন ওস্তাদ তোফাজ্জেল হোসেন রচিত ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি।
দিনভর আয়োজনে অংশ নিচ্ছেন দেশের নানা প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী, ব্যান্ড ও সাংস্কৃতিক দল। রয়েছে ধর্মীয় বিরতির পাশাপাশি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোন প্রযুক্তিনির্ভর একটি বিশেষ নাট্য উপস্থাপনা। পুরো অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।
আয়োজকদের ভাষ্যে, “এই অনুষ্ঠান শুধু একটি সাংস্কৃতিক পরিবেশনা নয়—এটি একটি প্রজন্মের বোধ জাগরণের প্রতীক।”
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

