AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩ শতাধিক হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর করলেন নরসিংদীর পুলিশ সুপার


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৪:৩০ পিএম, ৬ নভেম্বর, ২০২৫

৩ শতাধিক হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর করলেন নরসিংদীর পুলিশ সুপার

প্রযুক্তির সহায়তায় উদ্ধার হওয়া ৩০৩টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে নরসিংদী জেলা পুলিশ। বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন।

জানা গেছে, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়ের লিগ্যাল ইনফরমেশন কালেকশন (এলআইসি) শাখার একটি বিশেষ টিম নিয়মিতভাবে হারানো মোবাইল উদ্ধারে কাজ করে। গত এক মাসে জেলার ৭টি থানার সহযোগিতায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

হারানো মোবাইল ফিরে পেয়ে প্রকৃত মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, “জনগণের সহযোগিতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারেই হারানো মোবাইল ফোন উদ্ধার সম্ভব হয়েছে। নরসিংদী জেলা পুলিশ নাগরিক সেবায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, হারানো মোবাইলের মালিকরা বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই জিডির সূত্র ধরে জেলা পুলিশের এলআইসি শাখা ও সংশ্লিষ্ট থানার তৎপরতায় ফোনগুলো উদ্ধার করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!