রাজশাহীর তানোরে পরিষ্কার পরিচ্ছন্ন দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুব ও শিশু ফোরাম, তানোর পৌরসভা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে কমিউনিটি ক্লিনিং ডে উদযাপন করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তানোর উপজেলা এরিয়ার এপি ম্যানেজার লাবলু খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ সাঈদ হোসেন, ভিডিসি সভাপতি আলমাস আলী, সমাজসেবক সার্জেন্ট এম আলাল উদ্দিন, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন। এছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

