আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘৩৬ জুলাই’ উদযাপন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজনে থাকছে সংগীত, নাট্য, আলোকশিল্পসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সহায়তায় রয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ফটোকার্ড অনুযায়ী, দিনব্যাপী অনুষ্ঠানসূচি নিচে তুলে ধরা হলো:
সকাল ১১টা: টং-এর গান দিয়ে অনুষ্ঠানের সূচনা
১১:২০ মিনিট: সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনা
১১:৪০ মিনিট: কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনা
১২:০৫ মিনিট: বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম
১২:৩০ মিনিট: সংগীত পরিবেশন করবেন তাশফি
নামাজের বিরতির পর দুপুরের আয়োজন:
১টা: পরিবেশনায় থাকবে চিটাগাং হিপহপ হুড, সেজান ও শূন্য ব্যান্ড
২:২৫ মিনিট: ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদযাপন
এরপর: কনসার্ট পর্যায়ে অংশ নেবেন সায়ান (২:৪০), ইথুন বাবু ও মৌসুমি (৩:০০), সোলস (৩:৩০), ওয়ারফেজ (৪:০০)
বিকেলের আয়োজন:
৪:৪৫ মিনিট: আসরের নামাজের বিরতি
৫:০০ মিনিট: ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ
৫:৩০ মিনিট: বেসিক গিটার লার্নিং স্কুলের পরিবেশনা
৫:৫০ মিনিট: এফ মাইনরের পরিবেশনা
৬:১৫ মিনিট: পারফর্ম করবেন পারশা
৬:৫০ মিনিট: মাগরিবের নামাজের বিরতি
সন্ধ্যা ও রাতের আয়োজন:
৭:০০: এলিটা করিমের সংগীত পরিবেশনা
৭:৩০–৮:০০: বিশেষ ড্রোন ড্রামা `Do You Miss Me`
ড্রোন শো শেষে: সংগীত পরিবেশনায় অংশ নেবে ব্যান্ডদল আর্টসেল
উৎসব উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর থাকবে আলোকসজ্জা, সাংস্কৃতিক স্টল ও দর্শনার্থীদের জন্য বিনোদনের নানা উপকরণ।
একুশে সংবাদ/চ.ট/এ.জে