AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা



জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জান শরীফ মিঠুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (আগস্ট) সকাল ৯টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কে শহীদ জান শরীফ মিঠুর সমাধিস্থলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সিভিল সার্জন মাহমুদুল হাসান, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আব্দুল হালিম, ফরিদপুর ইসলামি সংগঠনের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার, কৃষি অধিদপ্তরের উপপরিচালক শাহাদুজ্জামান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, জোনাল সেটেলমেন্ট অফিসার আশিক হাসান, জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক এ. এফ. এম. কাইয়ুম জঙ্গি, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাইফ খান সাকিব, জুলাই যোদ্ধা সোহেল রানাসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি।

অনুষ্ঠানে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ ফরিদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।

পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা শহীদ জান শরীফ মিঠুর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সহানুভূতির সঙ্গে কথা বলেন। এ সময় পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!