একটি গণতান্ত্রিক, মানবিক এবং বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, দেশের জনগণের ওপর গুলি চালিয়ে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করেছিল স্বৈরাচারী সরকার। দীর্ঘ সময় ধরে দেশে একটি মাফিয়া-নির্ভর শাসনব্যবস্থা গড়ে তোলা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার জন্য তৎকালীন কর্তৃপক্ষ বিভিন্ন হাসপাতালকে মৌখিক নির্দেশ দিয়েছিল, যার ফলে অনেকেই চিকিৎসা না পেয়ে কষ্ট পেয়েছেন।
আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করে ড. ইউনূস বলেন, শহীদদের পরিবারের পাশে প্রশাসন দাঁড়িয়েছে। আহতদের অর্থসহায়তা ছাড়াও গুরুতর আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান।
একুশে সংবাদ/স.ট/এ.জে