চুয়াডাঙ্গা পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৬টার দিকে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল পৌর এলাকার কলোনী পাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে মঞ্জু হোসেনের বাড়ি থেকে ৫টি রামদা, ১টি চাপাতি, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি বাটন ফোন জব্দ করা হয়। একইসঙ্গে দুইজন চাঁদাবাজকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনী পাড়ার মৃত বাবর আলীর ছেলে মো. মঞ্জু হোসেন (৫২) এবং একই এলাকার সেলিম হোসেনের ছেলে মো. রাতুল (২২)।
এ বিষয়ে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। একইসঙ্গে যেকোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে