যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
রোববার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, “বোয়িং একটি বেসরকারি কোম্পানি, এটি যুক্তরাষ্ট্র সরকার পরিচালনা করে না। আমরা তাদের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছি। ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াও যথাক্রমে ১০০টি করে উড়োজাহাজ অর্ডার দিয়েছে।”
তিনি আরও বলেন, “বোয়িং তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী এসব উড়োজাহাজ সরবরাহ করবে, তাই সরবরাহে কিছুটা সময় লাগবে।”
বাংলাদেশের এই সিদ্ধান্তকে বেসামরিক বিমান পরিবহন খাতে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতের চাহিদা পূরণে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ//র.ন