AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেনাপ্রধানের প্রশংসায় সারজিস আলম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৬ পিএম, ২৭ জুলাই, ২০২৫

সেনাপ্রধানের প্রশংসায় সারজিস আলম

গত বছরের গণআন্দোলনে আহতদের চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের ভূমিকার প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২৭ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সেনাপ্রধান আহতদের দেখতে যে পরিমাণবার সিএমএইচে গেছেন, তা সরকারের সব উপদেষ্টার সম্মিলিত পরিদর্শনের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, "২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রায় প্রতিটি শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়ে সেখানে চিকিৎসাধীন জুলাই আহতদের খোঁজখবর নিয়েছেন। কিছু ব্যতিক্রম ছাড়া এ ধারাবাহিকতা আজও অব্যাহত।"

তিনি আরও উল্লেখ করেন, সবচেয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা ও ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থার অধিকাংশই হয়েছে ঢাকা সিএমএইচে, যেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানেই সেবা দেওয়া হচ্ছে।

সারজিস আলমের দাবি, শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের ক্ষেত্রে ‍‍`জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন‍‍` ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!