AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগামীকালের মধ্যে দলগুলোর কাছে যাবে ‘জুলাই সনদের’ খসড়া : ড. আলী রীয়াজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১৫ পিএম, ২৭ জুলাই, ২০২৫

আগামীকালের মধ্যে দলগুলোর কাছে যাবে ‘জুলাই সনদের’ খসড়া : ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলমান সংলাপের অংশ হিসেবে প্রণীত ‘জুলাই সনদের’ খসড়া আগামী সোমবারের (২৮ জুলাই) মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে এ কথা জানান তিনি।

বৈঠকে ড. আলী রীয়াজ বলেন, "রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণের বিষয়ে একটি পৃথক কমিশন গঠনের প্রস্তাব নিয়ে আজকের আলোচনা হচ্ছে। পাশাপাশি যেসব বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলোকেও আলোচনার মধ্যে আনা হয়েছে।"

তিনি জানান, "২০টি আলোচ্য বিষয়ের মধ্যে ইতোমধ্যে ১০টিতে দলগুলোর মধ্যে নোট অব ডিসেন্টসহ একমত সৃষ্টি হয়েছে। সাতটি ইস্যু এখনো আলোচনাধীন এবং বাকি তিনটির জন্য নতুন প্রস্তাব উত্থাপন করা হবে।"

নাগরিক অধিকার সম্প্রসারণের ব্যাপারে সব দলই ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, “সোমবারের মধ্যেই জাতীয় সনদের খসড়া দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। এরপর সনদে স্বাক্ষরের জন্য সময় নির্ধারণ করা হবে।”

এছাড়া তিনি বলেন, "৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনা শেষ করতে চায় কমিশন।"

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!