বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে মর্মান্তিক এক হত্যাকাণ্ড ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে পুত্র মো. শাহারিয়ার শিমুল (৩৫) নিজ পিতা মো. শাহ আলম খান (৬৫) কে নৃশংসভাবে হত্যা করেছে। রবিবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে এই হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়রা ঘাতক পুত্রকে ঘটনাস্থলেই ধরে ফেলে এবং গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহ আলম খান সাবেক বিদ্যুৎ কর্মী ছিলেন। তার দুই স্ত্রী ছিল। ঘাতক শিমুল প্রথম স্ত্রী মৃত শেফালীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই নেশার টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করতেন।
প্রতিবেশীরা জানান, শনিবার সকাল ১১টার দিকে টাকার জন্য পিতা-পুত্রের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। সেই ঘটনার জের ধরেই দুপুরে ছুরিকাঘাত করে পিতাকে হত্যা করে শিমুল। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি নিহতের গলায় আটকে ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আব্দুস সালাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আটক ঘাতক পুত্র শিমুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে